আজকের দিন তারিখ ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য সূচকের বড় উত্থানে লেনদেন

সূচকের বড় উত্থানে লেনদেন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১৬, ২০২১ , ১১:১৮ পূর্বাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক : ঈদের ছুটির পর আজ রোববার প্রথম লেনদেন পুঁজিবাজারে। এদিন মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রায় ৬৬ শতাংশ কোম্পানির দর বেড়েছে। এদিন লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইতে ৪৪৪ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৯৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৮৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৪ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২৯টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এই সময়ে সিএসইতে ১৫ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।