আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য সূচকের সামান্য উত্থানে কমেছে লেনদেন

সূচকের সামান্য উত্থানে কমেছে লেনদেন


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৯, ২০২২ , ৫:০২ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে ডেস্ক : গত কার্যদিবসের মতো সপ্তাহের চতুর্থ কার্যদিবসেও উত্থান হয়েছে পুঁজিবাজার। এদিন পুঁজিবাজারের প্রধান সূচক বেড়েছে। সূচকের সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন কমেছে। বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮.৫৯ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৮১.৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে আজ ১ হাজার ১৫০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৯৮ কোটি ৯৫ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিলো ১ হাজার ৪৪৯ কোটি ৭৫ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২০৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১২৮টির এবং ৪৬টি বা প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।