আজকের দিন তারিখ ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস, স্পোর্টস লীড সেপ্টেম্বরে আসতে পারে ওয়েস্ট ইন্ডিজ

সেপ্টেম্বরে আসতে পারে ওয়েস্ট ইন্ডিজ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১০, ২০১৬ , ৯:৪৫ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড


18কাগজ অনলাইন ডেস্ক: আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসতে পারে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। যদিও এখনো এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সিরিজটি কোন ফরম্যাটের হবে সেটাও ঠিক হয়নি। তবে এসব ব্যাপারে দুই দেশের বোর্ডের মধ্যে আলোচনা চলছে বলে জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর আর আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ। এক টেস্টের সফরে আগস্ট অথবা সেপ্টেম্বরে ভারতে হওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু এ বছর তা আর হচ্ছে না। বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ড ২০১৬-১৭ মৌসুমে ঘরের মাঠে অনুষ্ঠেয় তাদের যে সূচি প্রকাশ করেছে তাতে সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে আসবে নিউজিল্যান্ড। এরপর একে একে আসবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।

এ বছরের অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড। তার আগে সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে একটি সিরিজ আয়োজন করতে চায় বিসিবি। শুক্রবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ আছে আমাদের, নভেম্বরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এরপর আমরা নিউজিল্যান্ডে যাব। এ মাসে সুপার লিগ (ঢাকা লিগের) শেষ হয়ে গেলে খেলোয়াড়দের হাতে খুব একটা সময় থাকবে না। আমরা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যোগাযোগ করছি। ওরা আগ্রহও দেখিয়েছে। কিন্তু এখনো কিছু চূড়ান্ত হয়নি। দুই দল ফ্রি থাকবে এমন একটা সময় আমাদের খুঁজে বের করা দরকার।’

এক টেস্টের ভারত সফরটা আগামী বছরের ফেব্রুয়ারিতে হতে পারে বলেও জানালেন বিসিবি সভাপতি, ‘ওরা (ভারত) আমাদের প্রস্তাব দিয়েছিল জানুয়ারিতে খেলার। যে সময়টায় বলেছে তখন আমাদের ট্যুর আছে, নিউজিল্যান্ডে থাকবো আমরা। পরিস্থিতি এমন যে ফেব্রুয়ারির প্রথম দিকে সিরিজটা হতে পারে। সিরিজটির ব্যাপারে দুই পক্ষ থেকেই আভাস মিলেছে। যদিও তাদের কাছ থেকে নির্দিষ্ট কোনো তারিখ এখন পর্যন্ত আমরা পাইনি।’