আজকের দিন তারিখ ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// সেরা গণমাধ্যম পুরস্কার পেল ভোরের কাগজ

সেরা গণমাধ্যম পুরস্কার পেল ভোরের কাগজ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২৯, ২০২৪ , ৫:৫৩ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক :  দেশের অন্যতম শীর্ষ গণমাধ্যম দৈনিক ভোরের কাগজ পেল প্রাতিষ্ঠানিক বিভাগে বাংলাদেশ প্রেস কাউন্সিল পুরস্কার-২০২৩। রাজধানীর কাকরাইলে তথ্য ভবন মিলনায়তনে বুধবার তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের কাছ থেকে এই সেরা গণমাধ্যম পুরস্কার গ্রহণ করেন ভোরের কাগজ সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সেক্রেটারি শ্যামল দত্ত। অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাংসদ কাজী কেরামত আলী, তথ্য মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ূন কবির খোন্দকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।

অনুষ্ঠানে জানানো হয়, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী ভোরের কাগজ ১৯৯২ সালের ১৫ ফেব্রুয়ারি যাত্রা শুরু করেছে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের যাত্রার শুরুর সঙ্গেই। বিগত ৩২ বছরের পথপরিক্রমায় নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে ভোরের কাগজ তার আদর্শে থেকেছে অবিচল। বাংলাদেশে সাংবাদিকতায় নতুনত্ব ও তারুণ্যের সমাবেশ ঘটিয়ে ভোরের কাগজ আজ পথিকৃত প্রতিষ্ঠান। সামাজিক দায়বদ্ধতা থেকে সংবাদ পরিবেশনের পাশাপাশি নতুন সাংবাদিকতার নানা কর্মসূচি নিয়ে ভোরের কাগজ বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের একজন অংশীদার হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে। বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার যে যাত্রা ভোরের কাগজ তার শুরু থেকেই নির্মোহ দৃষ্টিভঙ্গি থেকে শুরু করেছিল, শত প্রতিকূলতা, প্রলোভনেও তা থেকে কখনোই বিচ্যুত হয়নি। পাঠকের প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস ভোরের কাগজের সব সময়ের শক্তি।

মুক্তপ্রাণের প্রতিধ্বনি ভোরের কাগজ অর প্রতিষ্ঠালগ্ন থেকেই গত ৩২ বছরে সাংবাদিকতার বিকাশ এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নানাবিধ সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ভোরের কাগজ নির্দলীয় অবস্থান থেকে বস্তুনিষ্ঠ, সাহসী ও নিরপেক্ষ সাংবাদিকতা থেকে যেমন কখনো পিছু হটেনি, তেমনি মানুষের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে শত অনিশ্চয়তা ও প্রতিকূলতার মাঝেও সক্রিয় ভূমিকা পালন করা থেকে বিরত থাকেনি ভোরের কাগজ। বর্তমানে প্রচার সংখ্যার দিক দিয়ে দেশের শীর্ষ ১০টি জাতীয় দৈনিকের মধ্যে একটি। প্রচার সংখ্যার ভিত্তিতে ষষ্ঠ স্থানে ভোরের কাগজের অবস্থান। সারাদেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা একঝাঁক সাহসী ও নিবেদিতপ্রাণ সংবাদকর্মীকে সঙ্গে নিয়ে সুযোগ্য সম্পাদক শ্যামল দত্তের দক্ষ নেতৃত্বে মানুষের আশা- আকাঙ্ক্ষা, বিশ্বাস আর ভরসার প্রতিমূর্তি হয়ে উঠেছে ভোরের কাগজ। অভিনন্দন ভোরের কাগজ পত্রিকার পরিবারবর্গকে।

এদিন, বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক ২০২৩ এর ৭টি ক্যাটাগরির মধ্যে ৬টি ক্যাটাগরিতে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। অবশিষ্ট আর একটি ক্যাটাগরি আলোকচিত্রে আবেদনকারীদের মধ্য থেকে কেউ উপযুক্ত বলে বিবেচিত হননি।

আজীবন সম্মাননা ক্যাটাগরিতে মরহুম নুরজাহান বেগম সম্পাদক, সাপ্তাহিক বেগম, প্রাতিষ্ঠানিক সম্মাননা ক্যাটাগরিতে দৈনিক ভোরের কাগজ, আঞ্চলিক প্রাতিষ্ঠানিক সম্মাননা ক্যাটাগরিতে দৈনিক কক্সবাজার, উন্নয়ন সাংবাদিকতা ক্যাটাগরিতে মোঃ ইকবাল হোসেন প্রযোজক (বার্তা), বিটিভি, গ্রামীণ সাংবাদিকতা ক্যাটাগরিতে সিকদার জাবীর হোসেন জেলা সংবাদদাতা, পটুয়াখালী সময় টেলিভিশন, নারী সাংবাদিক ক্যাটাগরিতে ঝর্ণা মনি সিনিয়র রিপোর্টার দৈনিক ভোরের কাগজ।