আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস সেরি এ চ্যাম্পিয়ন রোনালদোর জুভেন্টাস

সেরি এ চ্যাম্পিয়ন রোনালদোর জুভেন্টাস


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৮, ২০২০ , ১১:০০ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : শিরোপা জয়ের মঞ্চ তৈরিই ছিল। ভক্তদের হতাশ করেন নি জুভেন্টাসের ফুটবলাররা। সেরি এ-তে রোববার রাতে নিজেদের মাঠে ২-০ ব্যবধানে জিতেছে তুরিনোর ওল্ড লেডি খ্যাত দলটি। তার পথ ধরেই ইতালির শীর্ষ লিগের শিরোপা জিতে নিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।

নিজেদের মাঠে রোনালদোর গোলে এগিয়ে যায় দল। এরপর ব্যবধান দ্বিগুণ করেন ফেদেরিকো বের্নারদেস্কি। এই জয়ে টানা নবম লিগ শিরোপা জয়ের আনন্দে মাতে জুভের ফুটবলাররা। ২০১১-১২ মৌসুম থেকে টানা লিগ শিরোপা ধরে রেখেছে তারা।

সহজ সমীকরণ নিয়েই মাঠে নেমেছিল জুভেন্টাস। জিতলেই ধরা দেবে লিগ শিরোপা। সেই লক্ষ্যে ভক্তদের আর অপেক্ষায় রাখল না দলটি। দুই ম্যাচ হাতে রেখেই সেরি এ শিরোপা এখন তাদের।

৩৬ ম্যাচে ২৬ জয় ও পাঁচ ড্রয়ে ৮৩ পয়েন্ট জুভেন্টাসের। এরপরই থাকা ইন্টার মিলানের অর্জন ৭৬ পয়েন্ট।

রোববার প্রথম গোলটি পেতে প্রথমার্ধের ইনজুরি সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে জুভদের। মিরালেম পিয়ানিচের বাড়ানো পাস থেকে বল পেয়ে নিশানা খুঁজে নেন রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ডের এটি চলতি সেরি এ-তে ৩১তম গোল। লাৎসিওর চিরো ইম্মোবিলে ৩৪ গোল নিয়ে রয়েছেন শীর্ষে।

এরপর ৬৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বের্নারদেস্কি। জয়ের সঙ্গে ট্রফি জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়েন রোনালদোরা।