আজকের দিন তারিখ ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্যাশন সেলিব্রেটিদের নতুন হেয়ার স্টাইল: দ্য হাফ বান

সেলিব্রেটিদের নতুন হেয়ার স্টাইল: দ্য হাফ বান


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০১৬ , ৭:২৩ অপরাহ্ণ | বিভাগ: ফ্যাশন


st-01কাগজ অনলাইন ডেস্ক: একই সিজনে অনেক সেলিব্রেটিকে দেখা গেল হাফ বান ট্রেন্ডে। হাফ বান স্টাইলটি অসাধারণ একটি ট্রেন্ড যা এসেছে অনেকগুলো স্টাইল বাছাই করে। চুল উপরে হবে না নিচে যাবে? চুলে বান হবে নাকি নট? – এতগুলো অপশন থেকে দিনের জন্য সহজ হেয়ারস্টাইল হিসেবে তারা বেছে নিয়েছেন হাফ বানকে। অনেকজন সেলিব্রেটি বিভিন্ন ভাবে আয়ত্ত করেছেন এই স্টাইলকে। চলুন দেখে নেওয়া যাক এই তালিকায় কারা কারা আছেন…

১। পপি ডেলিভিন তার আল্ট্রা সিল্ক হেয়ারে হাফ বান করেছেন যা রাতের জন্য উপযুক্ত।

২। ম্যারগোট রবি পিছনে হাফ বান করেছেন যা দিয়ে তিনি নিজেকে ভালই উপস্থাপন করেছেন।

৩। এলোমেলো চুলে টপ নট দিয়ে হাফ বান করেছেন কেন্ডাল জেনার।

৪। গিগি হাদিদ প্রমাণ করলেন হাফ বান হল জিমেরই একটি অংশ।

৫। ড্যান ক্রুগারের স্লিক স্টাইলের হাফ বান যা ককটেইল পার্টির জন্য মানানসই।

৬। হালকাভাবে পিন আপ করা বানে ড্রামা নিয়ে আসলেন অ্যাশলি অলসেন।

৭। পিছনে কোমল এবং হালকাভাবে করা হাফ বান দিয়ে নিজের স্টাইল পূর্ণ করলেন জুলিয়ান হফ।

৮। লম্বা চুলের একটি অংশ নিয়ে স্কাই-হাই বান করলেনক্যানডিস সোয়ানপোল।

৯। উজ্জ্বল ও ঘন চুলে সহজ বান করলেন ডাচেস অব ক্যাম্ব্রিজ।

১০। এলোমেলো চুলে হাফ-লুপ করে বান করলেন সিনা মিলার।

১১। পিছন দিকে টাকড-বান করে রক স্টাইলের সাথে হাফ বান করলেন কেট মারা।