আজকের দিন তারিখ ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন সেলিম রেজার বিজ্ঞাপনে শিশির ও রুপা

সেলিম রেজার বিজ্ঞাপনে শিশির ও রুপা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৬, ২০২০ , ১০:০৮ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক :  লক ডাউনের পর অভিনেতা, বিজ্ঞাপন নির্মাতা ও নাট্য পরিচালক সেলিম রেজা প্রথম বিজ্ঞাপন চিত্রের শুটিং করলেন। বৈচিত্র্যময় দাম্পত্য জীবন নিয়ে নির্মিত এ বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন নাটক ও চিত্র নায়ক শিশির আহমেদ ও সাবরিন সুলতানা রূপা। সুপার স্পীডি ব্লাক হেয়ার শ্যাম্পু’ শিরোনামের এ বিজ্ঞাপনটি রাজধানীর একটি হাউজে শুটিং শেষ করে সম্পাদনার টেবিলে রয়েছে। সারাবিশে^র মহামারী করোনার লকডাউনের পর শিশির আহমেদ আসন্ন ঈদ উপলক্ষে অনেকগুলো নাটকে অভিনয় করলেও এই প্রথম বিজ্ঞাপনে কাজ করলেন। তিনি বলেন- সেলিম রেজা ভাইয়ের সাথে এটা আমার প্রথম কাজ। তিনি অনেক গুণী নির্মাতা। পুরো ইউনিট প্রাকৃতিক দুর্যোগ থাকা সত্ত্বেও হাসতে হাসতে কাজটি করেছি। আমার কাছে মনে হয়েছে কাজটি আমার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ন। নির্মাতা সেলিম রেজা বলেন- এটাকে বিজ্ঞাপন বললে ভুল বলা হবে। কারন কয়েক সেকেন্ডের স্ক্রিনে একটি পূর্ণাঙ্গ গল্প তুলে ধরার চেষ্টা করেছি। আশাকরি বিজ্ঞাপনটি সবার ভাল লাগবে। দুজন মডেলই খুব আন্তরিকতা দিয়ে কাজ করেছেন। বিশেষ করে শিশির অনেক ভালো অভিনেতা। আমার বিশ্বাস সে একদিন অনেক বড় মাপের অভিনেতা হবে। বিজ্ঞাপন বিশেষ একটি চরিত্রে মডেল হয়েছেন নির্মাতা নিজেই। এ্যাড-এশিয়া বিজ্ঞাপনী সংস্থার ব্যানারে নির্মিত সুপার স্পীডি ব্লাক হেয়ার শ্যাম্পু বিজ্ঞাপন চিত্র এবারের ঈদে সবগুলো স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে।