আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ সৈয়দপুরে ট্রেনের ধাক্কায় নিহত ১

সৈয়দপুরে ট্রেনের ধাক্কায় নিহত ১


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০১৬ , ৪:০২ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


Trainসৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ট্রেনের ধাক্কা খেয়ে অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুন) দুপুরে জিআরপি থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

সৈয়দপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, দুপুরে খুলনা থেকে ছেড়ে আসা রুপসা আন্তঃনগর ট্রেনটি সৈয়দপুরের দক্ষিণ বানিয়াপাড়া এলাকা অতিক্রম করছিলো।

এ সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলে ওই ব্যক্তির মৃত্যু হয়।

তার পরনে ছিলো সাদা চেক লুঙ্গি ও হাফ হাতা শার্ট। এসময় তার মাথা থেতলানো ছিলো।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সৈয়দপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।