আজকের দিন তারিখ ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ সোনাগাজীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা

সোনাগাজীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২৯, ২০২১ , ১২:২৩ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৮) ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার আসামি মাওলানা জামাল উদ্দিন (২৬) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে সোনাগাজী সদর ইউনয়নের রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুল ইসলাম। গ্রেপ্তার জামাল উদ্দিন ভোলা জেলার দৌলতখান উপজেলার চরলামছিপাতা গ্রামের ইউনুস দালাল বাড়ির রুহুল আমিনের ছেলে। মামলার বাদী নির্যাতিত ছাত্রীর মা জানায়, গত শনিবার দুপুরে মাদ্রাসার টিফিন পিরিয়ডে তার শিশু মেয়েকে জর্দা কিনে আনার জন্য ২০ টাকা দেয় আরবি শিক্ষক জামাল উদ্দিন। এসময় শিশুটি জর্দা কিনে মাদ্রাসার দোতলায় শিক্ষক জামাল উদ্দিনের কক্ষে গেলে জামাল উদ্দিন রুমের দরজা বন্ধ করে শিশুকে ধর্ষণের চেষ্টা চালায়। তার চিৎকার শুনে মাদ্রাসার অপর শিক্ষক ইসমাইল ছুটে এসে শিশুটিকে ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। অসুস্থ অবস্থায় শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি তার মাকে জানায়।
পরে শিশুর মা বিষয়টি মাদ্রাসা পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার নিজাম উদ্দিনকে অবহিত করেন। পরদিন রোববার সালিশ বৈঠক ডেকে ঘটনাটি মীমাংসা করতে উভয় পক্ষের কাছ থেকে বিশ হাজার টাকা করে মোট চল্লিশ হাজার টাকা চাঁদা নেয় মাস্টার নিজাম উদ্দিন, সমাজপতি সাহাব উদ্দিন, বাহার উল্যাহ, সোনাগাজী সদর ইউপির সাবেক মেম্বার (সদস্য) মিজানুর রহমান। পরে তারা বিষয়টি মীমাংসা হয়ে গেছে বলে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। ওসি মো. সাজেদুল ইসলাম আরও জানান, সোমবার বিকেলে ওই ছাত্রীর মা বাদী হয়ে মাদ্রাসা শিক্ষক জামাল উদ্দিনকে আসামি করে থানায় মামলা দায়ের করলে রাতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে। পরে তাকে আদালতে তুলে ২২ ধারায় জবানবন্দি নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ওসি আরও জানান, ধর্ষণ চেষ্টার বিষয়টি নিয়ে মীমাংসার নামে যারা টাকা নিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।