Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 124
আজকের দিন তারিখ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ‘সোনার বাংলার’ বিশেষ থিমে তৈরি বাংলাদেশের জার্সি

‘সোনার বাংলার’ বিশেষ থিমে তৈরি বাংলাদেশের জার্সি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২৮, ২০২৪ , ৪:৫২ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : কাঁধ থেকে হাতা পর্যন্ত লাল রঙের ছাপ। কাঁধের একটু নিচে বুকের দুই পাশে আছে সোনালি রঙের ছোঁয়া। যেটাকে বলা হয় ‘গোল্ডেন পাইপিং’। বাকি জায়গা জুড়ে সবুজের সমারোহর মাঝে বাঘের ডোরাকাটা ছাপ।বুকের মধ্যিখানে সাদা হরফে বড় করে লেখা বাংলাদেশ। দেশের নামের উপরের দুই পাশে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো। গোল কলারের এই জার্সি পরেই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ।

গতকাল মধ্যরাতে বিশ্বকাপের জার্সি উন্মোচন করে বিসিবি। প্রায় ৭টি জার্সি থেকে এটিকে বাছাই করে বোর্ড। জার্সি বাছাইয়ের কমিটিতে ছিলেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন ও পরিচালক এনায়েত হোসেন সিরাজ।চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। জার্সি তৈরি থেকে শুরু করে ক্রিকেটারদের কাছে পৌঁছানোর বিষয়টি দেখভাল করেছেন ক্রিকেট অপারেশন্স বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস।

সোমবার (২৭ মে, ২০২৪) রাইজিংবিডিকে নাফিস শুনিয়েছেন বিশ্বকাপ জার্সি তৈরির পেছনের গল্প। জার্সি বাছাই নিয়ে নাফিস বলেন, ‘আমাদের কাছে ৬/৭টি ডিজাইন আসে। সেখান থেকে আমরা একটি পছন্দ করি। এটি বাছাইয়ের পেছনেও একটি কারণ (থিম) রয়েছে।’

এবারের জার্সিতে ছোট গোল কলার ব্যবহার করা হয়েছে। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে ছিল বড় কলার। টি-টোয়েন্টি বিশ্বকাপ বলে একটু ভিন্নতা আনতে ব্যবহার করা হয় ছোট কলার।জার্সি তৈরিতে দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি প্রাধান্য পেয়ে থাকে। বাংলাদেশের বিশ্বকাপ জার্সিতেও সেটি তুলে ধরা হয়েছে। তবে জার্সি উন্মোচননের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া গেছে মিশ্র প্রতিক্রিয়া।


Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 130