আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস সোনারগাঁওয়ে কোয়ারেন্টাইনে স্ত্রীসহ মুস্তাফিজ, সাকিব শেরাটনে

সোনারগাঁওয়ে কোয়ারেন্টাইনে স্ত্রীসহ মুস্তাফিজ, সাকিব শেরাটনে


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৭, ২০২১ , ১১:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : করোনার কারণে মাঝপথেই স্থগিত আইপিএল টুর্নামেন্ট থেকে চার্টার্ড বিমানের বিশেষ একটি ফ্লাইটে দেশে ফিরেছেন দেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের এই দুই তারকা ক্রিকেটার ভারতের আহমেদাবাদ থেকে বাংলাদেশের ফ্লাইটে ঢাকা আসেন। ঢাকায় অবতরণের পর তাদের সেখান থেকে নির্ধারিত কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে। সাকিব আল হাসানের জন্য রাজধানীর গুলশানের বিলাসবহুল হোটেল ‘ফোর পয়েন্টস বাই শেরাটন’-এ আর মুস্তাফিজ দম্পতির জন্য ‘সোনারগাঁও হোটেল’-এ কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে। জানা গেছে, সাকিব ও মুস্তাফিজ আগামী ১৪ দিন ওই দুই হোটেলে কোয়ারেন্টাইন কাটাবেন। এরপর মুক্তি পাওয়ার পর যোগ দেবেন শ্রীলঙ্কা সিরিজের অনুশীলনে।
উল্লেখ্য, মহামারী করোনাভাইরাসের হানায় লণ্ডভণ্ড ভারত। প্রতিদিনই হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনা হানা দিয়েছে আইপিএলেও। তাই মাঝপথেই স্থগিত করা হয় টুর্নামেন্ট। ফলে ভারত থেকে দেশে ফিরে যাচ্ছেন বিদেশি ক্রিকেটাররা।