আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন সোহেল মনিরের ‘পাখি রে’

সোহেল মনিরের ‘পাখি রে’


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৬, ২০২১ , ৪:২২ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  নতুন একটি গান নিয়ে আসছেন গীতিকার ও কন্ঠশিল্পী সোহেল মনির। ‘পাখি রে’ শিরোনামের গানটির কথা, সুর ও সংগীত করেছেন নিজেই। অচিরেই গানটি একটি মিউজিক ভিডিও আকারে বাজারে আসবে ‘স্বর্ণা টিভি’র ব্যানারে। ভিডিও নির্মাণ করেছেন ‘স্বর্ণা টিভি’ টিম। মডেল ছিলেন- শাকিল আহমেদ ও পুতুল। এমনটাই জানালেন সোহেল মনির। তিনি বলেন, এর আগেও আমি কয়েকটি গান প্রকাশ করেছি। তবে এই গানটি নিয়ে আমি অনেক আশাবাদী। গাওয়ার চেয়ে গান লেখা নিয়ে বেশি ব্যস্ত থাকতে হয়। এ পর্যন্ত বিভিন্ন কন্ঠশিল্পীর কন্ঠে আমার লেখা প্রায় পঞ্চাশের অধিক গান প্রকাশ হয়েছে। এর মধ্যে নতুন পুরনো অনেক কন্ঠশিল্পীই রয়েছেন। তবে আমার বিশ^াস এবারে আমার গাওয়া ‘পাখি রে’ শিরোনামের গানটি সবার ভালো লাগবে। আমি রবারই ভালো কিছু করতে চাই। এ জন্য সবার সহযোহিতা এবং দোয়াও কামনা করি। উল্লেখ্য- সোহেল মনি’র শুধু গীতিকার কিংবা কন্ঠশিল্পীই নন। তিনি পাশাপাশি পরিচালনা, রেকডিং ও ভিডিও এডিটিংয়েও বেশ পারদর্শী।