আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্রবাসে বাংলা সৌদি আরবে বাংলাদেশ শ্রমিক সীমা নির্ধারণ

সৌদি আরবে বাংলাদেশ শ্রমিক সীমা নির্ধারণ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৯, ২০২১ , ১১:৪৮ পূর্বাহ্ণ | বিভাগ: প্রবাসে বাংলা


দিনের শেষে ডেস্ক :  সৌদি আরবে প্রথম বারের মতো বাংলাদেশ ও ভারতের শ্রমিক সীমা নির্ধারণ করা হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছেন সৌদি গেজেট। বৃহস্পতিবার দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়নবিষয়ক মন্ত্রণালয় এই তথ্য জানায়। মন্ত্রণালয় জানায়, বেসরকারি খাতে বাংলাদেশ ও ভারতের সর্বোচ্চ ৪০ ভাগ শ্রমিক নিয়োগ দেয়া যাবে। ইয়েমেন ও ইথোপিয়ার শ্রমিক নিয়োগ দেয়া যাবে সর্বোচ্চ ২৫ ভাগ। যেসব প্রতিষ্ঠানে নির্ধারিত সংখ্যার থেকে কর্মীসংখ্যা বেশি আছে সেই কোম্পানির কর্মীর কাজ করতে পারবে। এমনকি তারা বৈধভাবে সৌদিতে থাকারও অনুমতি পাবে। এই ক্ষেত্রে তাদের কোনো অসুবিধা হবে না। তবে নতুন কর্মী নিয়োগ দেয়ার সময় কোম্পানিকে অবশ্যই এই আইন মানতে হবে।

মন্ত্রণালয় আরো জানায়, আমরা ইতোমধ্যে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বিষয়টি ই-মেইল করে বিষয়টি জানিয়ে দিয়েছি। সারাবিশ্বে বাংলাদেশি প্রবাসী আছে প্রায় দেড় কোটি। সৌদিতে আছে প্রায় ২০ লাখ। দেশটিতে অধিবাসীদের মধ্যে বাংলাদেশিদের অবস্থান চতুর্থ। আর সৌদিতে ভারতীয় হাই কমিশনের তথ্য মতে উপসাগরীয় অঞ্চলে প্রায় ৩৫ লাখ ভারতীয় অধিবাসী আছে। এর মধ্যে শুধ সৌদিতেই আছে ১৫ লাখ অধিবাসী।