আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব সৌদিতে ঈদুল আজহা ২০ জুলাই

সৌদিতে ঈদুল আজহা ২০ জুলাই


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১০, ২০২১ , ১:০৫ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : সৌদি আরবে ঈদুল আজহা ২০ জুলাই (মঙ্গলবার) পালিত হবে। শুক্রবার (৯ জুলাই) দেশটির সুপ্রিম কোর্ট ঈদুল আজহা পালনের এ তারিখ ঘোষণা করেছেন। খবর গালফ নিউজের।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে রোববার (১১ জুলাই) শুরু হবে জিলহজ মাস। আর দেশটিতে ঈদুল আজহা পালিত হবে আগামী ২০ জুলাই অর্থাৎ জিলহজ মাসের দশম দিন। আগের দিন ১৯ জুলাই (সোমবার) হবে আরাফাতের দিন।
উল্লেখ্য, মুসলমানরা প্রতি বছর জিলহজ মাসে হজ পালন করে থাকেন। এর অংশ হিসেবে এই মাসের দশম দিন ঈদুল আজহা পালিত হয়।