আজকের দিন তারিখ ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব সৌদিতে একদিনে করোনায় মৃত্যুর রেকর্ড

সৌদিতে একদিনে করোনায় মৃত্যুর রেকর্ড


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৩, ২০২০ , ৬:২০ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :   করোনাভাইরাসে সৌদি আরবে একদিনে রেকর্ড ৫৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বৃহস্পতিবার দেশটিতে নতুন করোনা শনাক্ত হয়েছে ৩৩৮৩ জন।

আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, সৌদিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৭ হাজার ৬০৮ জন। আর এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১ হাজার ৭৫২ জন।

এছাড়া একদিনে ৪৯০৯ জন সুস্থ হয়েছেন। এনিয়ে দেশটিতে ১ লাখ ৩৭ হাজার ৬৬৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এদিকে বিশ্ব তালিকায় আক্রান্তের দিক দিয়ে সৌদি আরব ১৪তম অবস্থানে রয়েছে।