আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস সৌরভের পরিবারে করোনার আক্রমণ

সৌরভের পরিবারে করোনার আক্রমণ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২১, ২০২০ , ৪:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনেরে শেষে ডেস্ক : দীর্ঘ লকডাউনেও ভারতের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। দিন দিন করোনা শনাক্তের হার বেড়েই চলেছে দেশটিতে। এবার করোনা ঢুকে পড়েছে সৌরভ গাঙ্গুলির পরিবারে। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের বড় ভাইয়ের স্ত্রী করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া তার বৌদির বাবা-মা এবং তাদের বাড়ির গৃহকর্মীর দেহেও করোনা পাওয়া গেছে। সৌরভ গাঙ্গুলির বড় ভাইয়ের নাম স্নেহাশীষ গাঙ্গুলি। তিনি বর্তমানে পশ্চিমবঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। সৌরভের মতো তিনিও ক্রিকেটার ছিলেন। খেলেছেন রঞ্জি ট্রফিতে। তার স্ত্রী মম গাঙ্গুলি। শুক্রবার তার শরীরে করোনা শনাক্ত হয়। এর আগে গত সপ্তাহে মমর বাবা-মার শরীরে করোনার ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। তবে সৌরভরা সুস্থ এবং সুরক্ষিত আছেন। কারণ তারা আলাদা বসবাস করেন। স্নেহাশীষরা থাকেন মোহিনপুর। আর সৌরভের পরিবার থাকেন কলকাতার বেহালায়। স্নেহাশীষের স্ত্রী করোনা পজিটিভ হওয়ায় তাকেও টেস্ট করানো হয়। কিন্তু তিনি নেগেটিভ এসেছেন। করোনা পজিটিভরা একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসা নিচ্ছেন। সিএবির একজন কর্মকর্তা বিজনেস এনসাইডারকে জানিয়েছে, তাদের শরীরে করোনার উপসর্গ থাকায় তাদের পরীক্ষা করানো হয়। ফলাফল পজেটিভ আসায় তারা নার্সিং হোমে আছেন।