আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় স্বামীর ‘ষড়যন্ত্রে’ এসিডে দগ্ধ গৃহবধূ

স্বামীর ‘ষড়যন্ত্রে’ এসিডে দগ্ধ গৃহবধূ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ৩:৩৫ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


shalinকাগজ অনলাইন প্রতিবেদক : সাভারে স্বামীর ষড়যন্ত্রে এসিডে ঝলসে গেলো সেলিনা বেগম (৪০) নামে এক গৃহবধ‍ূর। এ ঘটনায় পলাতক রয়েছেন স্বামী রফিকুল আলম বাবু।

রোববার (১২ জুন) সকালে সাভার পৌরসভ‍ার উত্তর জামসিং এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা বলছেন, গত কয়দিন ধরে গৃহবধ‍ূ সেলিনা বেগমের সঙ্গে তার স্বামী অটোরিকশা চালক শফিকুল আলম বাবুর কলহ চলে আসছিলো।
এর জের ধরে শনিবার সকালে বাড়ির টয়লেটে পানির পাত্রে এসিড ঢেলে রাখেন পাষণ্ড স্বামী বাবু।পরে টয়লেটে পানি ব্যবহারের সময় এসিডে ওই গৃহবধ‍ূর হাত ও শরীরের কিছু অংশ ঝলসে যায়।

তার চিৎকারে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন প্রতিবেশীরা।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই গৃহবধূ থানায় স্বামীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তার স্বামী।

তাকে আটক করতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান ওসি কামরুজ্জামান।