স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেই বসছে বাজার
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১২, ২০২০ , ১০:০১ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বসেই বিক্রি করা হয় মাছ, মাংস ও শাক-সবজি। এতে হুমকির মুখে পড়েছে স্বাস্থ্য সেবা। করোনা পরিস্থিতির এই ভয়াবহ সময়ে উপজেলা নির্বাহি কর্মকর্তার কার্যালয়ের অনতিদূরে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে প্রকাশ্যে এসব বেচাবিক্রিতে প্রশাসনের নিরব ভূমিকায় হতবাক সাধারণ মানুষ। নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার কয়েকজন ব্যবসায়ী জানান, স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের দুই পাশে অনেকগুলো ফার্মেসী (ওষুধের দোকান), ডায়াগোনস্টিক সেন্টারসহ অনেকগুলো স্টেশনারীর ও চায়ের দোকার রয়েছে। মাছ পচা গন্ধে পরিবেশ বিনষ্ট হচ্ছে। পৌর সদরে আলাদা মাছ বাজার থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সেও মতো স্বাস্থ্য গুরুত্বপূর্ণ স্থানে এসব মাছ-মাংসের দোকানের কোনই প্রয়োজন নেই। একজন ওষুধ ব্যবসায়ী বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সের নিজস্ব জায়গায় দোকান তুলে মাছ মাংস বিক্রি করা হচ্ছে। আর জায়গা ভাড়া নিচ্ছেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষ।’ এলাকাবাসীর জোর দাবি মাছ-মাংস ও শাকসবজির দোকানগুলো উচ্ছেদপূর্বক করোনা বিস্তার রোধে প্রশাসন দ্রুত এগিয়ে আসবেন।