আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় স্বাস্থ্য থেকে বদলির পর সিনিয়র সচিব হলেন আসাদুল ইসলাম

স্বাস্থ্য থেকে বদলির পর সিনিয়র সচিব হলেন আসাদুল ইসলাম


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৯, ২০২০ , ৮:১০ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক : স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বদলি করে পরিকল্পনা বিভাগে দেওয়ার পর মো. আসাদুল ইসলামকে পদোন্নতি দিয়ে সচিব থেকে সিনিয়র সচিব করেছে সরকার। মঙ্গলবার পরিকল্পনা বিভাগের সচিব আসাদুল ইসলামকে সিনিয়র সচিব করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আসাদুল ইসলাম আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের দায়িত্বে ছিলেন।তাকে নিয়ে বর্তমানে সিনিয়র সচিবের সংখ্যা দাঁড়ালো ১৩ জনে। ২০১২ সালে ‘সিনিয়র সচিব’ নামে নতুন এই পদ সৃষ্টি করে সরকার। করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে মাস্ককাণ্ডসহ বিভিন্ন কারণে আলোচিত মো. আসাদুল ইসলামকে গত ০৪ জুন স্বাস্থ্যসেবা বিভাগ থেকে বদলি করে পরিকল্পনা বিভাগে নেওয়া হয়।