আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস হঠাৎ বাড়ি গিয়ে দুই কিশোরী ভক্তকে চমকে দিলেন রজার ফেদেরার

হঠাৎ বাড়ি গিয়ে দুই কিশোরী ভক্তকে চমকে দিলেন রজার ফেদেরার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৩, ২০২০ , ৬:২৩ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : সেই দুই কিশোরী ভক্তের সঙ্গে নিজের বাড়ির ছাদে খেলবেন ইতিহাসের সবচেয়ে সফল টেনিস তারকা রজার ফেদেরার। ভক্ত দুজনের নাম – ক্যারোলা ও ভিটোরিয়া। ক্যারোলার বয়স ১১ বছর আর ভিটোরিয়া ১৩ বছরে পা দিয়েছে।

করোনাকালে গত এপ্রিলে সোশ্যাল মিডিয়ায় নিজেদের টেনিস খেলার ছবি পোস্ট করে ভাইরাল হয়েছিল এই দুই ইতালিয় কিশোরী।

সেই ভিডিওতে দেখা গেছে, তারা দুজনে ইতালির লিগুরিয়ায় নিজেদের দু্ই বাড়ির ছাদে দাঁড়িয়ে টেনিস খেলেছিল। তারা দেখিয়েছিল, করোনায় সব স্থগিত হয়ে গেলেও স্বাস্থ্য বিধি মেনে কৌশলে প্রিয় খেলা চালিয়ে যাওয়া যায়।

সে সময় ক্যারোলা-ভিটোরিয়ার এই টেনিস খেলা খবরের শিরোনামে এসেছিল। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল সেই ভিডিও।

এখন পর্যন্ত টুইটারে তাদের এই ভিডিও দেখা হয়েছে ৭০ লাখ বার। ফেসবুকে ১৩ লাখ বারের বেশি।

ভিডিওটি নজরে এসেছিল রজার ফেদারারেও। অনেকটা অভিভূত হয়ে পড়েন তিনি। এরপর ফেদেরার স্বশরীরে হঠাৎ এই দুই কিশোরীর বাড়িতে উপস্থিত হয়ে তাদের চমকে দেন।