আজকের দিন তারিখ ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ হবিগঞ্জে নৌকা ডুবি : পানিতে ভেসে উঠলো বাবা-ছেলের লাশ

হবিগঞ্জে নৌকা ডুবি : পানিতে ভেসে উঠলো বাবা-ছেলের লাশ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৫, ২০২০ , ১২:৩৮ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুর হাওরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ বাবা-ছেলের লাশ অবশেষে পানিতে ভেসে উঠেছে।

মঙ্গলবার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়েও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। পরে বুধবার ভোররাতে হঠাৎ তাদের লাশ পানিতে ভেসে উঠে। এ ঘটনায় মোট তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- দুলন আক্তার (৩৭) নিহতের ভাই আলী নূর (৩৬) এবং আলী নূরের শিশুপুত্র খোকন মিয়া (৫)।

এর আগে মঙ্গলবা বেলা দেড়টার দিকে বানিয়াচং উপজেলার মুরাদপুর হাওরে এ নৌকাডুবির ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিথঙ্গল পুলিশ ফাঁড়িরর ইনচার্জ মহিউদ্দিন আহমেদ।

তিনি জানান, মঙ্গলবার দুপুরে ৫/৭ জন যাত্রী নিয়ে ছোট একটি ইঞ্জিলচালিত নৌকা শিবপাশা থেকে রহমতপুর যাচ্ছিল। এ সময় রহমতপুর গ্রামের কাছে পৌঁছলে হঠাৎ নৌকাটি ডুবে যায়। প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিক ২/৩ জনকে উদ্ধার করলেও তিনজন নিখোঁজ হয়ে যান।

খবর পেয়ে পুলিশ ও ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে দুলন আক্তারের মরদেহ উদ্ধার করে। কিন্তু মধ্যরাত পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও নিখোঁজ পিতা-পুত্রকে উদ্ধার করা সম্ভব হয়নি। ভোরবেলা হঠাৎ তাদের লাশ পানিতে ভেসে ওঠে বলে জানান তিনি।