আজকের দিন তারিখ ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// হরতালের প্রভাব নেই রাজধানীতে

হরতালের প্রভাব নেই রাজধানীতে


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ২৮, ২০২১ , ১:০৬ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক :  হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে রাজধানীতে স্বাভাবিক রয়েছে যান চলাচল। সকাল থেকে যানবাহন চলাচল কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা স্বাভাবিক হয়ে যায়। রাজধানীর বিভিন্ন সড়কে ঘুরে দেখা যায়, প্রতিদিনের মতো বাস-মিনিবাসসহ সকল ধরনের যানবাহন চলছে। হরতালের কোনো প্রভাব নেই ঢাকার রাজপথে। হরতালকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। তবে হরতালের সমর্থনে দু-একটি জায়গায় ঝটিকা মিছিল করেছে হেফাজতের নেতাকর্মীরা। এদিকে হেফাজতে ইসলামের ডাকা সকাল সন্ধ্যা হরতালে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় তৎপর রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলো- পল্টন, বায়তুল মোকাররম, দৈনিক বাংলার মোড়, মতিঝিল মিরপুর, শ্যামলী, মোহাম্মদপুর, ধানমণ্ডি, মহাখালী, গুলশান, তেজগাঁও, কারওয়ান বাজারসহ এলাকার সড়কে বাস, মিনিবাস, ব্যক্তিগত গাড়ি ও সিএনজি চালিত অটোরিকশা চলতে দেখা গেছে।এদিকে হেফাজত নেতারা আজকের হরতাল সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। হেফাজতের আজকের হরতাল কর্মসূচিতে সমর্থন দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কাকরাইল এলাকায় ট্রাফিক পুলিশের বক্সে দায়িত্ব-রত সার্জেন্ট মাহমুদ হাসান বাংলাদেশ জার্নালকে বলেন, ‘প্রতিদিনের মতোই রোডে গাড়ির চাপ আছে। হরতালের কোন প্রভাব নেই।’

মহাখালী বাস টার্মিনালে দেখা যায়, ঢাকার বাইরে থেকে বাস আসছে। ঢাকা থেকেও দূর পাল্লার বাস ছেড়ে যাচ্ছে। শ্যামলী পরিবহনের কাউন্টার মাস্টার রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের সব বাস ঠিক সময়ে ছেড়ে যাচ্ছে। হরতালের কোন প্রভাব পড়েনি। সিয়াম মাহমুদ নামের এক যাত্রীর সাথে কথা হয়। তিনি বলেন, ‘আমি বনানী থেকে পল্টনে অফিসে এসেছি। এর মধ্যে রোডে আসতে কোন সমস্যা হয়নি। কোন অপ্রীতিকর কিছু ঘটতেও দেখিনি।’ এদিকে হরতাল প্রতিরোধে ঢাকার বিভিন্ন সড়কে অবস্থান করেছে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।