হাইতির রাস্তায় প্লেন বিধ্বস্ত, নিহত ৬
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২১, ২০২২ , ৩:৪২ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : হাইতির রাজধানীর একটি ব্যস্ত সড়কে প্লেন বিধ্বস্ত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার এ দুর্ঘটনা ঘটে। কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে প্লেনের পাইলটও আছেন। খবর রয়টার্সের। হাইতির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার পোর্ট অব প্রিন্স বিমানবন্দর থেকে উড্ডয়ন করে জ্যাকমেল শহরের উদ্দেশে রওনা দিয়েছিল প্লেনটি।উড্ডয়নের পরই প্লেনের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয় এবং বারবার সংকেত দেওয়া হচ্ছিল।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি। এক টুইট বার্তায় তিনি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তবে ওই টুইট বার্তায় তিনি হতাহতের সংখ্যা উল্লেখ করেননি। প্লেনটি ক্যারেফোর এলাকায় বিধ্বস্ত হয়েছে। ওই শহরের মেয়র জুড এডুয়ার্ড পিয়েরে ছয়জন নিহত হওয়ার কথা জানিয়েছেন।
একটি সরকারি সূত্র জানিয়েছে, দুর্ঘটনার পর পাইলটকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তিনি মারা যান। সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, একটি রাস্তার মাঝখানে বিধ্বস্ত প্লেনটি পড়ে আছে।