আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ

হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৩, ২০২০ , ১২:১২ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


হাতিয়া (নোয়াখালী ) : নোয়াখালীর হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ৪নং হুঁশিয়ারি সংকেত চলায় এ নির্দেশ জারি করেছে হাতিয়া উপজেলা প্রশাসন। শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় এ তথ্য নিশ্চিত করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন। তিনি বলেন, বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকছে। তিনি আরও বলেন, ৪নং হুঁশিয়ারি সংকেত থাকায় উপজেলার সব সাইক্লোন শেল্টার খুলে দেয়া হয়েছে। সিগন্যাল পতাকা উত্তোলন রয়েছে। তিন হাজারের উপরে স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে।
হাতিয়ার ১১টি ইউনিয়নের চেয়ারম্যানদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। এছাড়া দুর্যোগ মোকাবিলায় সার্বিক বিষয়ে মনিটরিং করতে উপজেলা প্রশাসনের কার্যালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে।