আজকের দিন তারিখ ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন হাসপাতালে জাহ্নবী কাপুর

হাসপাতালে জাহ্নবী কাপুর


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৪, ২০২৪ , ৩:২৮ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরকে। বৃহস্পতিবার (১৮ জুলাই) হাসপাতালে ভর্তি করা হয় শ্রীদেবী কন্যাকে। জাহ্নবী কাপুরের ঘনিষ্ঠ এক বন্ধু টাইমস নাউকে বলেন, ‘ফুড পয়জেনিং থেকে অসুস্থ হয়ে পড়েছেন জাহ্নবী কাপুর। গতকাল বাড়িতে শয্যাশয়ী ছিলেন জাহ্নবী।বৃহস্পতিবার (১৮ জুলাই) খুব অসুস্থ বোধ করায় পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেন এবং তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। জাহ্নবী সুস্থ হয়ে উঠছেন। কিন্তু শারীরিকভাবে প্রচন্ড দুর্বল।’ জাহ্নবী কাপুর কোন হাসপাতালে ভর্তি রয়েছেন তা জানা যায়নি। তবে তার সমস্ত কাজ বন্ধ রেখেছেন বলেও জানিয়েছেন জাহ্নবীর বন্ধু।

ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন জাহ্নবী কাপুর। এরপর ‘রুহি’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, ‘ঘোস্ট স্টোরিজ’ সিনেমায় অভিনয় করেন তিনি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। গত ৩১ মে মুক্তি পায় এটি।

জাহ্নবী কাপুর অভিনীত পরবর্তী সিনেমা ‘উলাজ’। আগামী ২ আগস্ট সিনেমাটি মুক্তির কথা রয়েছে। এ সিনেমার প্রচারের কাজ নিয়ে টানা ব্যস্ত সময় পার করছিলেন তিনি। তা ছাড়া এ অভিনেত্রীর হাতে রয়েছে ‘দেবারা’ ও ‘সানি সংস্কারি কি তুলসী কুমারি’ সিনেমার কাজ।