আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড হিলারিকে ওবামার অভিনন্দন

হিলারিকে ওবামার অভিনন্দন


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ২:২৮ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


hillaryঅনলাইন আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে নিজের অবস্থান নিশ্চিত করেছেন ডেমোক্রেট দলের প্রার্থী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। শুধু তাই নয় হিলারি প্রায় আড়াইশ বছরের ইতিহাস বদলে নতুন ইতিহাস রচনা করেছেন।

প্রেসিডেন্ট হওয়ার জন্যও প্রথম নারী প্রার্থী হিসেবে যোগ্যতা অর্জন করেছেন হিলারি। ইতোমধ্যেই ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা বাছাইয়ের লড়াই শেষ হয়েছে। মঙ্গলবার ক্যালিফোর্নিয়া, নিউ জার্সি, মনটানা, সাউথ ডেকোটা, নর্থ ডেকোটা ও নর্থ মেক্সিকোতে প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

ক্যালিফোর্নিয়া, নিউ জার্সি, সাউথ ডেকোটা ও নর্থ মেক্সিকোতে বিপুল ভোটে জয়ী হয়েছেন হিলারি। অপরদিকে, মনটানা এবং নর্থ ডেকোটা অঙ্গরাজ্যে জয় পেয়েছেন হিলারির একমাত্র প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স। হিলারির এই জয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট ওবামা।

এক বিবৃতিতে ওবামা বলেন, দেশের মধ্যবিত্ত মানুষ ও শিশুদের জন্য হিলারি যে সংগ্রাম করেছেন আজ তা সার্থক হয়েছে। তার এই ঐতিহাসিক বিজয় কোটি কোটি মানুষকে অনুপ্রেরণা যোগাবে।