আজকের দিন তারিখ ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস লীড হেনরির বিধ্বংসী বোলিংয়ে প্রোটিয়াদের লজ্জার রেকর্ড

হেনরির বিধ্বংসী বোলিংয়ে প্রোটিয়াদের লজ্জার রেকর্ড


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৮, ২০২২ , ১১:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস লীড


স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বোলিং তোপে ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনে প্রথম ইনিংসে মাত্র ৯৫ রানেই গুঁটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে আগে ব্যাট করতে নেমে এক লজ্জার রেকর্ডও গড়েছে প্রোঠিয়ারা। প্রথমে ব্যাট করতে নেমে ৯০ বছর পর একশ’ রানের নীচে অলআউট হয়েছে দলটি। প্রোটিয়াদের ইতিহাসের পেছন দিকে ফিরিয়ে নেয়ার অন্যতম নায়কত ম্যাট হেনরি। অথচ তারই কিনা দলে থাকার কথা ছিলো না! চোটের কারণে দলের বাইরে ট্রেন্ট বোল্ট। আর তাতেই হেনরির কপাল খুলে যায়, দলে জায়গা মেলে। সুযোগ পেয়েই ঝোপ বুঝে কোপ মারলেন এই কিউই পেসার। বল হাতে কামান দাগা হেনরি একাই নিয়েছেন ৭ উইকেট। বিপরীতে ১৫ ওভারে দিয়েছেন মাত্র ২৩ রান। টপ অর্ডারের ব্যর্থতার দিনে কেবল নিঃসঙ্গ শেরপার মতো লড়াই করলেন ছয়ে নামা জুবায়ের হামজা। ৭৪ বল খেলে তিনি করেছেন ২৫ রান। দক্ষিণ আফ্রিকার ওপরের চার ব্যাটারের কেউই ১৫ রানের বেশি করতে পারেননি। এদিকে ক্রাইস্টচার্চ টেস্টের নিজেদের প্রথম ইনিংসে ৩ উইকেটে ১১৬ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে নিউজিল্যান্ড। শুরুতে ৩৬ রানের মধ্যে টম লাথাম (১৫) আর উইল ইয়ংকে (৮) হারায় নিউজিল্যান্ডও। তবে তৃতীয় উইকেটে ৭৫ রানের জুটিতে শুরুর ধাক্কা সামলে নেন ডেভন কনওয়ে আর হেনরি নিকোলস জুটি। দিনের শেষ দিকে ৩৬ রান করে ফিরেছেন কনওয়ে।