আজকের দিন তারিখ ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস হেরে মেজাজ হারিয়ে আর্মব্যান্ডে লাথি দিলেন রোনাল্ডো

হেরে মেজাজ হারিয়ে আর্মব্যান্ডে লাথি দিলেন রোনাল্ডো


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২৮, ২০২১ , ২:৫০ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। থোরগান হ্যাজার্ডের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়েন সান্তোসের শিষ্যরা। এ জয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে বেলজিয়াম। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এডেন হ্যাজার্ডদের পরবর্তী প্রতিপক্ষ ইতালি। রোববার গোটা দিনটাই খারাপ গেছে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। এদিন দল তো জেতেইনি, আন্তর্জাতিক ফুটবলে এককভাবে সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ডও ভাঙা হয়নি তার। অথচ সেই রেকর্ড ছুঁতে মাত্র একটি গোল দূরে রোনাল্ডোর।
এ মুহূর্তে ১০৯ গোল নিয়ে ইরানের কিংবদন্তি ফুটবলার আলি দাইয়ের সঙ্গে যুগ্মভাবে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা রোনাল্ডো। কিন্তু ম্যাচে গোলশূন্য থাকায় এককভাবে সর্বোচ্চ গোলদাতা হওয়ার অপেক্ষা বাড়ল রোনাল্ডোর। নিজের এই ব্যর্থতায় ম্যাচ শেষে মেজাজ চরমে উঠে রোনাল্ডোর। ইউরো থেকে ছিটকে গিয়ে হতাশায় ডুবে যান পর্তুগালের অধিনায়ক। হতাশায় চরমে ওঠা মেজাজ উগরে দেন নিজের আর্মব্যান্ডের ওপর। মাঠ ত্যাগ করার সময় আর্মব্যান্ড খুলে ফেলেন। এর পর সেটিকে অনেকটা ফ্রি-কিক স্টাইলে লাথিও মারেন। এ সময় তিনি পানির বোতলেও লাথি দেন। পাশেই থাকা একজন আর্মব্যান্ডটি তুলে নেন এবং রোনাল্ডোকে শান্তা করেন। আর সেই ভিডিও ফুটেজ এখন নেটদুনিয়ায় ভাইরাল। টুইটারে শেয়ার করছেন অনেকেই। প্রসঙ্গত, এবারের ইউরো কাপে নিয়মিত গোলের দেখা পাচ্ছিলেন রোনাল্ডো। ৫ গোল করেছেন পর্তুগিজ তারকা। হাঙ্গেরির বিপক্ষে দুটি, জার্মানির বিপক্ষে একটি এবং ফ্রান্সের বিপক্ষে দুটি গোল করেন। ফলে চলতি ইউরোতেই আন্তর্জাতিক গোলের সংখ্যায় ইরানের আলি দাইকে ছুঁয়ে ফেলেন রোনাল্ডো।