আজকের দিন তারিখ ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড হেলিকপ্টার ‘উপহার’ দিয়ে গ্রেফতার গুয়াতেমালার দুই সাবেক মন্ত্রী

হেলিকপ্টার ‘উপহার’ দিয়ে গ্রেফতার গুয়াতেমালার দুই সাবেক মন্ত্রী


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ৪:১৫ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


457অনলাইন আন্তর্জাতিক ডেস্ক: সরকারি তহবিলের অর্থ ব্যয়ে প্রেসিডেন্টকে হেলিকপ্টার উপহার দেয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে গুয়াতেমালার সাবেক দুই মন্ত্রীকে। ওই দুই সাবেক মন্ত্রী, ম্যানুয়েল লোপেজ অ্যামব্রোসিও ও মাউরিসিও লোপেজ বোনিলা, হেলিকপ্টারটি দুর্নীতির অভিযোগে পদত্যাগকারী সাবেক প্রেসিডেন্ট ওত্তো পেরেজ মোলিনাকে উপহার দিয়েছিলেন বলে জানায় বিবিসি।

দেশটির জাতিসংঘ সমর্থিত একটি কমিশন মোলিনা সরকারের দুর্নীতি নিয়ে ব্যাপকভিত্তিক একটি তদন্তে নেতৃত্ব দিচ্ছে। গত বছর দেশজুড়ে ছড়িয়ে পড়া ব্যাপক দুর্নীতিবিরোধী বিক্ষোভের মুখে মেয়াদ শেষ হওয়ার চার মাস আগেই ২ সেপ্টেম্বর পদত্যাগ করেন মোলিনা।
পদত্যাগের এক দিন পরই আদালতের নির্দেশনা অনুযায়ী সদ্য সাবেক প্রেসিডেন্টকে গ্রেফতার করা হয়। তবে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন মোলিনা। মোনিলা সরকারে লোপেজ অ্যামব্রোসিও প্রতিরক্ষা মন্ত্রী এবং লোপেজ বোনিলা স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এই দুজনের বিরুদ্ধে অর্থপাচার, ষড়যন্ত্রসহ বেশ কিছু অভিযোগ আনা হয়েছে।
গুয়াতেমালার বিচার ব্যবস্থার সংস্কার ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে প্রভাব বিস্তারকারি অপরাধী চক্রগুলোকে রুখতে ২০০৬ সালে জাতিসংঘের প্রত্যক্ষ সমর্থনে ইন্টারন্যাশনাল কমিশন এগেইনস্ট ইমপুনিটি ইন গুয়াতেমালা (সিআইসিআইজি) নামে একটি কমিশন গঠন করা হয়। এই কমিশনের নেতৃত্বেই মোলিনা সরকারের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগগুলোর তদন্ত করা হচ্ছে।
মোনিলার পদত্যাগের পর ওই বছরের অক্টোবরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক টেলিভিশন কৌতুক অভিনেতা জিমি মোরালেস জয়ী হন। চলতি বছরের জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণ করে তিনি দুর্নীতির বিরুদ্ধে যু্দ্ধ করার প্রতিশ্রুতি দেন। বিবিসি।