আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ হেলে পড়েছে ৪ তলা ভবন

হেলে পড়েছে ৪ তলা ভবন


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৮, ২০২৩ , ৫:৩০ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন ষোলশহর রেল স্টেশন সংলগ্ন এলাকার একটি চার তলা পুরাতন ভবন হেলে পড়েছে। ভবনটি যে কোন মুহূর্তে ধসে পড়ার আশঙ্কায় সেখানে থাকা লোকজনদের সরিয়ে নেওয়া হয়েছে। সকালে চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ভবনের মালিক বাপ্পি আহাম্মেদ জানান, কয়েকদিন ধরেই ভবনটি ঝুঁকিপূর্ণভাবে হেলে পড়ছিলো। গতকাল মঙ্গলবার ভবনটি বিপজ্জনকভাবে হেলে পড়ে। এর পরপরই বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ইতোমধ্যে ভবনটি পুরোপুরি খালি করা হয়েছে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রন কক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ ব্যাপারে করণীয় ঠিক করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।