১০০ কোটি ডলার তহবিল সংগ্রহ করলেন বিল গেটস
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২১, ২০২১ , ২:৫০ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : মার্কিন ধনকুবের বিল গেটসের অলাভজনক প্রতিষ্ঠান ব্রেকথ্রো এনার্জি সোমবার ঘোষণা দিয়েছে যে, তারা সাতটি বড় কোম্পানীর কাছ থেকে ১০০ কোটি ডলারের একটি তহবিল সংগ্রহ করেছেন। দাতা এসব কোম্পানীগুলোর মধ্যে আরসিলরমিত্তাল ও জেনারেল মটরও রয়েছে। এনডিটিভির খবরে বলা হয়, পরিবেশের জন্য ক্ষতিকারক নয়- এমন শক্তির (ক্লিন এনার্জি) উন্নয়ন ঘটাতে এ তহবিল কাজে লাগানো হবে। তহবিল গঠনে অংশ নেয়া অন্য কোম্পানীগুলো হলো- আমেরিকান এয়ারলাইন্স, ব্যাংক অব আমেরিকা, ব্লাকরক, বোস্টন কনসালটিং গ্রুপ ও মাইক্রোসফট।
ব্রেকথ্রো এনার্জির এক মুখপাত্র বার্তাসংস্থা এএফপি জানান, এ পর্যন্ত ১০০ কোটি ডলার তহবিল গঠন করা হয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নতুন শক্তি উন্নয়নের প্রক্রিয়াকে এগিয়ে নিতে এ অর্থ ব্যয় করা হবে। এ অর্থে যে প্রকল্প চলবে তার উদ্দেশ্য থাকবে চারটি প্রযুক্তির বিকাশ ঘটানো। এরমধ্যে রয়েছে- সরাসরি কার্বন নিঃসরণ ঠেকানো, গ্রীন হাইড্রোজেন, দীর্ঘস্থানী শক্তি সঞ্চয় ও টেকসই এভিয়েশন ফিউয়েল।
এ তহবিল সংগ্রহ সম্পর্কে বিল গেটস বলেন, ‘একটি জলবায়ু বিপর্যয় ঠেকাতে প্রয়োজন একটি শিল্প বিপ্লবের।’ অর্ধেক প্রযুক্তিকে জিরো (কার্বন) নির্গমনের স্থরে নিয়ে আসতে হবে বলে মত দেন তিনি।