আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ১১ বছর পর দ্বিতীয় সন্তানের বাবা হলেন জিৎ

১১ বছর পর দ্বিতীয় সন্তানের বাবা হলেন জিৎ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৬, ২০২৩ , ৫:৫৫ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  ফের বাবা হলেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা জিৎ। সোমবার (১৬ অক্টোবর) জিতের স্ত্রী মোহনা মাদনানি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জিৎ বলেন, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের পুত্র সুন্দর এই পৃথিবীতে এসেছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

এ খবর প্রকাশ্যে আসার পর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন জিৎ। ভক্ত-অনুসারীদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও শুভেচ্ছা জানিয়েছেন। শুভশ্রী গাঙ্গুলি লিখেছেন, ‘অভিনন্দন! আমি আগেই বলেছিলাম।’ অভিনেতা সৌরভ চক্রবর্তী লিখেছেন, ‘অভিনন্দন ভাই!’

২০১১ সালের ফেব্রুয়ারিতে স্কুল শিক্ষিকা মোহনাকে বিয়ে করেন জিৎ। ২০১২ সালের ১২ ডিসেম্বর জিৎ-মোহনার ঘর আলো করে জন্ম নেয় কন্যা। দীর্ঘ ১১ বছর পর দ্বিতীয় সন্তানের বাবা হলেন এই নায়ক।