আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ১২ কোটি টাকায় ‘সীতা’ হবেন কারিনা!

১২ কোটি টাকায় ‘সীতা’ হবেন কারিনা!


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০২১ , ২:১৭ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  ভারতের পৌরাণিক কাহিনী নিয়ে বলিউডে অনেক সিনেমাই বানানো হয়েছে। রামায়ণ, মহাভারত থেকে আবারো রাম-সীতার গল্প নিয়ে পর্দায় আনতে যাচ্ছেন বলিউড পরিচালক অলৌকিক দেশাই। জানা গেছে, এই গল্পের ‘সীতা’র ভূমিকায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন বলিউডের সুপারস্টার কারিনা কাপুর খান। ভারতীয় গণমাধ্যম জি-২৪ ঘণ্টা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, পরিচালক অলৌকিক দেশাই-এর রামায়ণে অভিনয়ের জন্য পারিশ্রমিক হিসেবে ১২ কোটি টাকা চেয়েছেন কারিনা। যদি পরিচালক এই পারিশ্রমিক দিতে রাজি হন, তাহলে এটাই কারিনার এখন পর্যন্ত সবচেয়ে বেশি পারিশ্রমিক হবে।

সূত্রের মাধ্যমে জানা গেছে, সাধারণত কারিনা প্রতি ছবির জন্য ৬-৮ কোটি টাকা নিয়ে থাকেন। এবার কারিনা এতটা বেশি টাকা চাওয়ায় কিছুটা হলেও ভাবাচ্ছে প্রযোজককে।বলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে রয়েছেন দীপিকা পাড়ুকোন। বর্তমানে তার পারিশ্রমিক ১৩ কোটি টাকা। শোনা যাচ্ছে সীতা হিসেবে দীপিকার নামও তালিকায় রয়েছে। তবে এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অলৌকিক দেশাই-র এই ছবির নাম রাখা হয়েছে ‘সীতা’। ছবির গল্প লিখছেন বাহুবালীর চিত্রনাট্যকার কে ভি বিজয়েন্দ্র প্রসাদ।