আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ১৩ জুন বাপ্পী-মিমের ‘আমি তোমার হতে চাই’ এর শুটিং শুরু

১৩ জুন বাপ্পী-মিমের ‘আমি তোমার হতে চাই’ এর শুটিং শুরু


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ৮:১৮ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


bappy_mimকাগজ অনলাইন ডেস্ক: তরুণ প্রজন্মের দুই অভিনেতা-অভিনেত্রী বাপ্পী ও মিম। ‘সুইট হার্ট’ সিনেমার মধ্য দিয়েই বড় পর্দায় প্রথম জুটি বেঁধে ছিলেন। এরপর ‘দাগ’।

তবে তৃতীয়বারের মত অনন্য মামুনের পরিচালনায় ‘আমি তোমার হতে চাই’ সিনেমার মধ্য দিয়ে তারা জুটি বাঁধছেন। আর এর শুটিং শুরু হবে ১৩ জুন। আর এমনটাই জানা গেছে পরিচালক সূত্রে।

ছবিটির চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। এর সংলাপ লিখেছেন সোমেশ্বর অলি। বাপ্পী-মিম ছাড়াও এতে অভিনয় করবেন-জন, দিপালী, ডন, মনিরা মিঠু ও মিশা সওদাগর।

সঙ্গীত পরিচালক হিসেবে থাকছেন হাবিব ওয়াহিদ, শফিক তুহিন, আহমেদ হুমায়ূন, নাভেদ পারভেজ ও আকাশ। জাহিদ আকবর, শফিক তুহিন, সুদীপ কুমার দীপের কথায় কণ্ঠ দেবেন হাবিব ওয়াহিদ, জেমস্, মমতাজ, আকাশ, তাহসিন ও নন্দিতা।