১৪ এপ্রিল পর্যন্ত গার্মেন্টস বন্ধ
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৬, ২০২০ , ৬:৩২ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
দিনের শেষে প্রতিবেদক : করোনাভাইরাসের কারণে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুকারকের সংগঠন বিজিএমএইএ’র সদস্যভুক্ত কারখানাগুলো বন্ধ রাখতে মালিকদের অনুরোধ জানানো হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সব কারখানার মালিকদের কাছে এ ব্যাপারে একটি চিঠি পাঠানো হয়েছে। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী ১৪ এপ্রিল পর্যন্ত গার্মেন্টস কারখানা বন্ধ রাখতে বিজিএমইএর অনুরোধ অব্যাহত রয়েছে। একইসঙ্গে বিজিএমই-এর সব সদস্য প্রতিষ্ঠানকে যত দ্রুত সম্ভব শ্রমিকদের মার্চের মজুরিও দেওয়ার কথা বলা হয়েছে। এ বিষয়ে বিজিএমইএর সদস্যদেরকে সহায়তার জন্য সংগঠনটির দফতরে একটি সেল খোলা হয়েছে।