১৬৩ রানের জুটির পর থামলেন ডি কক
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৭, ২০২২ , ১০:৪৯ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে ডেস্ক : দ্বিতীয় উইকেটে মাত্র ৮৫ বলে ১৬৩ রানের জুটি উপহার দিয়ে আউট হলেন কুইন্টন ডি কক। ১৫তম ওভারে এসে ব্রেকথ্রু দেন আফিফ হোসেন। ৩৮ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬৩ রান করেন ডি কক। সেঞ্চুরির দারপ্রান্তে রাইলি রুশো। ১৬ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৮০/২। দুটি রিভিউ অযথা নষ্ট করলো বাংলাদেশ। তাসকিনের করা ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে রাইলি রুশোর কট বিহাইন্ডের আবেদন জানায় বাংলাদেশ। আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন সাকিব। কিন্তু আল্ট্রা এজে কোনো স্পাইক দেখা যায়নি। বাংলাদেশ প্রথম রিভিউ হারায়। ষষ্ঠ ওভারের সময় বৃষ্টি নামে সিডনিতে। ২২ মিনিট বিরতির পর পুনরায় খেলা শুরু হয়। মোসাদ্দেকের করা সপ্তম ওভারে আবার রিভিউ নিয়ে ব্যর্থ হয় বাংলাদেশ। পঞ্চম বলে রিভার্স সুইপ করতে চেয়েছিলেন রুশো। বল জমা পড়ে উইকেটকিপার নুরুলের গ্লাভসে। আম্পায়ার আবেদনে সাড়া না দিলে রিভিউ নিতে বলেন নুরুল হাসান। তার কথায় রিভিউ নেন সাকিব। কিন্তু এবারও ব্যাট স্পর্শ করেনি বল। ৩০ বলে ২ চার ও ৪ ছক্কায় ৫০ পূর্ণ করেছেন রুশো। ১০ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়িয়েছে ১ উইকেটে ৯১ রান। দারুণ শুরুর মোমেন্টাম ধরে রাখতে পারলো না বাংলাদেশ। প্রথম ওভারেই উইকেট তুলে নিয়েছিলেন তাসকিন আহমেদ। কিন্তু এরপর চার-ছক্কার মেলা বসান কুইন্টন ডি কক ও রাইলো রুশো। ৫.৩ ওভারেই ১ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা তুলে ফেলেছে ৬০ রান। রুশো ১৭ বলে ৩৫ এবং ডি কক ১২ বলে ২১ রান নিয়ে অপরাজিত। বৃষ্টির কারণে আপাতত খেলা বন্ধ আছে।
প্রথম ওভারেই আঘাত হানেন পেসার তাসকিন আহমেদ। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাকে সোহানের ক্যাচে পরিনত করে বাংলাদেশকে প্রথম সফলতা এনেদেন এই পেসার। বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ। সিডনি ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। অর্থাৎ বাংলাদেশ ফিল্ডিং করবে।
উইকেট ও প্রতিপক্ষের কথা চিন্তা করে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলী চৌধুরি রাব্বির জায়গায় ফিরেছেন অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশের মতো একটি পরিবর্তন এনেছে দক্ষিণ আফ্রিকাও। পেসার লুঙ্গি এনগিডির জায়গায় খেলাচ্ছে বাঁহাতি রিস্ট স্পিনার তাবরাইজ শামসিকে।