আজকের দিন তারিখ ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ১৯ মাস পর কানাডা ও মেক্সিকো সীমান্ত খুলছে যুক্তরাষ্ট্র

১৯ মাস পর কানাডা ও মেক্সিকো সীমান্ত খুলছে যুক্তরাষ্ট্র


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৩, ২০২১ , ২:৩০ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  গত ১৯ মাস ধরে বন্ধ থাকার পর কানাডা সীমান্ত খোলার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। সেইসঙ্গে খুলছে মেক্সিকো সীমান্তও। বুধবার ডয়চে ভেলে এ খবর জানায়। করোনার কারণে এতদিন কানাডা সীমান্ত বন্ধ রেখেছিল যুক্তরাষ্ট্র। নভেম্বরের শুরু থেকে তা খোলার সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে কানাডা থেকে যারা যুক্তরাষ্ট্রে আসবেন, তাদের ভ্যাকসিনের দুটি ডোজ নিতে হবে। ২০০০ সালের মার্চে কানাডা সীমান্ত বন্ধ করেছিল যুক্তরাষ্ট্র।

একইভাবে দেশটি মেক্সিকো সীমান্তও খুলে দিচ্ছে। যারা ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছেন, তারা এবার জরুরি নয়- এমন কাজের জন্যও যুক্তরাষ্ট্রে যেতে পারবেন।