আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ১৯ মাস পর সীমান্ত খুলে দিল অস্ট্রেলিয়া

১৯ মাস পর সীমান্ত খুলে দিল অস্ট্রেলিয়া


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ২, ২০২১ , ৩:০৩ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক  :  বছরখানেক আগে ছেলের সঙ্গে দেখা হয়েছিল অস্ট্রেলিয়ার বাসিন্দা টিম টার্নারের। টানা ১৯ মাস পর সিডনি বিমানবন্দরে যখন ছেলেকে দেখতে পেলেন তখন আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। ছেলেকে কাছে টেনে বললেন, দেড় বছরে দিনগুলো অর্থহীনভাবে কেটে গেছে। ভেবেছি, আদৌ ছেলেকে কাছ থেকে দেখতে পাবো তো? মঙ্গলবার (২ নভেম্বর) অস্ট্রেলিয়ার সীমান্ত খুলে দেওয়া হয়। এ সময় টিম টার্নারের মতো অস্ট্রেলিয়ার অনেক নাগরিককে এমন অনুভূতি প্রকাশ করতে দেখা গেছে। খবর আনন্দবাজার পত্রিকার। গত বছর মার্চ মাস থেকে টানা ১৯ মাস অস্ট্রেলিয়ার সীমান্ত নিষেধাজ্ঞা থাকার কারণে বিদেশে যাওয়ার অনুমতি ছিল না দেশটির নাগরিকদের। কোনোভাবে অনুমতি পাওয়া গেলেও খরচ ছিল অনেক। একই সঙ্গে বিদেশ থেকে ফেরার হোটেলে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার নির্দেশ ছিল। মঙ্গলবার থেকে সিডনি ও মেলবোর্ন শহরে কোয়ারেন্টাইনের নির্দেশ তুলে নেওয়া হয়েছে। এরপর হুমড়ি খেয়ে দেশে ফিরছেন অস্ট্রেলিয়ার নাগরিকরা। আর পরিবারের সদস্যদের সঙ্গে এভাবেই তৈরি করছেন আবেগঘন আবহ। সীমান্ত নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পর দেশের বাইরে থেকে যেমন মানুষ অস্ট্রেলিয়ায় আসছে, তেমনই আবার অনেকে দেশের বাইরেও যাচ্ছেন।