আজকের দিন তারিখ ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস, স্পোর্টস লীড ২ বছর নিষিদ্ধ শারাপোভা

২ বছর নিষিদ্ধ শারাপোভা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ১০:১৪ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড


Mariaকাগজ অনলাইন ডেস্ক: ডোপ পাপে গত ১২ মার্চ থেকেই সাময়িকভাবে নিষিদ্ধ মারিয়া শারাপোভা। সেটি সাময়িক থেকে এবার স্থায়ী হয়ে গেল।

বুধবার আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ) জানিয়েছে, ডোপ টেস্টে পজেটিভ প্রমাণিত হওয়ায় শারাপোভাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

এই শাস্তির বিরুদ্ধে অবশ্য কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস বা সর্বোচ্চ ক্রীড়া আদালতে আপিল করতে পারবেন শারাপোভা।

মেলডোনিয়াম নামক নিষিদ্ধ মাদক গ্রহণের দায়ে অভিযুক্ত হয়েছিলেন শারাপোভা। তিনি নিজেই জানিয়েছিলেন, ২০০৬ সাল থেকে স্বাস্থ্যগত কারণে এ ওষুধ ব্যবহার করেছেন।

এ বছরের ১ জানুয়ারি থেকে মেলডোনিয়াম আন্তর্জাতিক ডোপিংবিরোধী সংস্থার (ওয়াডা) নিষিদ্ধ তালিকায় যুক্ত হয়েছে। ফলে অনেক রুশ অ্যাথলেট এ বছর ডোপ টেস্টে উতরাতে পারেননি।

শারাপোভা অবশ্য এই নিষেধাজ্ঞাকে ‘অন্যায়’ মনে করছেন। নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার কথাও জানিয়েছেন পাঁচবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই রুশ তারকা।