আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ২ মিলিয়নেই কেক কাটলেন দেবলীনা

২ মিলিয়নেই কেক কাটলেন দেবলীনা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১৭, ২০২১ , ১:১৬ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  বিগ বস সিজন ১৩ দিয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন ভারতের ছোটপর্দার অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। ‘সাথ নিভানা সাথিয়া’ ধারাবাহিক দিয়ে যদিও আগেই ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন তিনি। এবার ইনস্টাগ্রামেও বাজিমাত করেছে এই সুন্দরী অভিনেত্রী। সামাজিক মাধ্যমে দেবলীনার ফলোয়ার ছাড়িয়েছে ২০ লাখ অর্থাৎ ২ মিলিয়ন। এ উপলক্ষে ইনস্টাগ্রাম তার ঘর ভরিয়ে দিয়েছে কেক, ফুল, বেলুন, মেমেন্টোসহ বিভিন্ন উপহারে। ভক্তরাও কেক পাঠিয়েছেন।

২ মিলিয়ন লেখা বড় চকোলেট কেকের সঙ্গে ছিল ইনস্টাগ্রাম আকারে তৈরি ক্রিম কেকও। সেই সব দিয়েই সহকারী সগুন আর পোষা কুকুর অ্যাঞ্জেলের সঙ্গে এটি উদযাপন করেন দেবলীনা। লাইভ চ্যাটে এসে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছাও জানান।

সঙ্গে ভক্তদের উদ্দেশ্যে এ জনপ্রিয় অভিনেত্রী বলেন, এ রকম হয়ত আরও অনেক বিশেষ দিন আসবে উদযাপনের জন্য। কিন্তু অনুরাগীরা যেন এভাবে তাকে কেক-মিষ্টি না পাঠান। আগামী ৩ মাস কঠোর ডায়েটে থাকবেন তিনি।