আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ২০ কেজি ওজনের কাচের পোশাক পরে ভাইরাল উরফি

২০ কেজি ওজনের কাচের পোশাক পরে ভাইরাল উরফি


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: মে ২৪, ২০২২ , ১০:৪৪ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ও বিগ বসের প্রাক্তন প্রতিযোগী উরফি জাভেদ। তবে তাকে সোশ্যাল মিডিয়ার স্টার বলেও জানেন অনেকে। নিজের অদ্ভুত সব ফ্যাশনের জন্য প্রায়ই আলোচনায় থাকেন। কখনও ট্রলের শিকান হন। এসবের পাল্টা জবাবও দেন অভিনেত্রী। সম্প্রতি কাচের পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন উরফি। সাদা টপ এবং শর্ট স্কার্টের ওপর কাচ দিয়ে তৈরি একটি পোশাক পরেছেন তিনি। এই পোশাকের ওজন ২০ কেজি! একটি ভিডিও শেয়ার করে উরফি বলেন, ‘হ্যাঁ, আমি ভাঙা কাচের টুকরো দিয়ে তৈরি পোশাক পরেছি। আমার মনে হয় আমাকে দুর্দান্ত লাগছে। লোকে আমাকে অদ্ভুত, পাগল বলে! কিন্তু ভেবে দেখুন তো আমরা সবাই কতটা পাগল আর অদ্ভুত।’ পোশাক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে ভালোবাসেন উরফি। কেউ কেউ তার প্রশংসা করেন, আবার কেউ কেউ তার অদ্ভুত ফ্যাশন একেবারেই পছন্দ করেন না। উরফিকে কাচ দিয়ে তৈরি পোশাক পরা দেখে এক নেটিজেনের মন্তব্য, ‘ছুঁয়ো না, কেটে যাবে।’ অন্য আরেকজন মন্তব্য করেন, ‘বাড়ির জানলার কাচ ভেঙে গিয়েছে নাকি! সেটাই পরে নিয়েছ এবার?’