আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ২০ বছর পর জুটি বাঁধছেন বিজয়-জ্যোতিকা!

২০ বছর পর জুটি বাঁধছেন বিজয়-জ্যোতিকা!


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: আগস্ট ১৪, ২০২৩ , ১১:২০ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা। অভিনয় ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। দক্ষিণী সিনেমার প্রথম সারির সব নায়কদের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন জ্যোতিকা। কিন্তু অভিনেতা সুরিয়াকে বিয়ে করার পর সিনেমা পছন্দে আমূল পরিবর্তন আনেন তিনি। রুপালি পর্দায় কমে যায় তার উপস্থিতি। যেমন— ২০২০-২১ সালে একটি করে সিনেমায় অভিনয় করেন। ২০২২ সালে তার কোনো সিনেমাই মুক্তি পায়নি।

থালাপাতি বিজয়ের সঙ্গে জুটি বেঁধে বেশ কটি সিনেমায় অভিনয় করেছেন জ্যোতিকা। এ জুটির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘থিরুমালাই’। ২০০৩ সালে মুক্তি পায় তামিল ভাষার এ সিনেমা। তারপর কেটে গেছে দীর্ঘ ২০ বছর। দুই দশক পর ফের জুটি বেঁধে পর্দায় হাজির হবেন বিজয়-জ্যোতিকা। নাম ঠিক না হওয়া এ সিনেমা পরিচালনা করবেন ভেঙ্কট প্রভু। টলিউড ডটনেট জানিয়েছে, জ্যোতিকা-বিজয়ের এ সিনেমার বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সিনেমাটিতে নায়িকা চরিত্রে অভিনয় করবেন, নাকি গুরুত্বপূর্ণ কোনো চরিত্রে দেখা যাবে জ্যোতিকাকে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ২০০৬ সাল, প্রেমের সম্পর্ককে পরের ধাপে নেওয়ার সিদ্ধান্ত নেন সুরিয়া ও জ্যোতিকা। ১০ সেপ্টেম্বর তাদের মেহেদি অনুষ্ঠান হয়। এরপর ১১ সেপ্টেম্বর চেন্নাইয়ের পার্ক শেরাটন হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই তারকা জুটি। তামিল সিনেমা ইন্ডাস্ট্রির নামি দামি তারকারা এই বিয়েতে উপস্থিত ছিলেন। ২০০৭ সালে তাদের প্রথম সন্তাদের জন্ম হয়। তারা মেয়ের নাম রাখেন দিয়া। এরপর ২০১০ সালে তাদের ছেলে দেবের জন্ম হয়। সংসার সামলে অভিনয় করে যাচ্ছেন জ্যোতিকা। বর্তমানে তার হাতে তিনটি সিনেমার কাজ রয়েছে। মালায়ালাম ভাষার ‘কাঠাল’ সিনেমার শুটিং শেষ করেছেন। তা ছাড়া হিন্দি ভাষার ‘শ্রী’ ও ‘ব্ল্যাক ম্যাজিক’ সিনেমার কাজ তার হাতে রয়েছে।