আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় ২০ রমজানের মধ্যে পাওনা পরিশোধের দাবি

২০ রমজানের মধ্যে পাওনা পরিশোধের দাবি


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১১, ২০১৬ , ৬:৩২ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


garmentsকাগজ অনলাইন প্রতিবেদক: ২০ রমজানের মধ্যে পূর্ণ উৎসব ভাতাসহ গার্মেন্টস শ্রমিকদের সব পাওনা পরিশোধ, ন্যূনতম মজুরি ১৫ হাজার টাকা ঘোষণার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট।

শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নেতারা এ দাবি জানান।

শ্রমিকদের জন্য স্বল্পমূল্যে আবাসন, আর্মি রেটে নিত্যপণ্য সরবরাহ ও বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানান তারা।

সংগঠনের সভাপতি আহসান হাবিব বুলবুলের সভাপতিত্বে মানববন্ধনে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জাহেদুল হক মিলু, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ জুলফিকার আলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সহ-সভাপতি খায়রুল কবির, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সৌমিত্র কুমার দাস প্রমুখ বক্তব্য রাখেন।