আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ২১ ওয়ানডে খেলেই র‌্যাঙ্কিং সেরা সিরাজ

২১ ওয়ানডে খেলেই র‌্যাঙ্কিং সেরা সিরাজ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৫, ২০২৩ , ৪:১৩ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : টেস্ট ক্রিকেট দিয়ে অভিষেক ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের। এরপর ওয়ানডে ক্রিকেটে এসেও ধারাবাহিক পারফরম্যান্স করে গেছেন তিনি। এটাই তাকে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সেরা বোলারের খ্যাতি এনে দিয়েছে। মাত্র ২১ ওয়ানডে খেলেই র‌্যাঙ্কিং সেরা বোলার হয়েছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ৪৬ রান দিয়ে ৪ উইকেট নেন সিরাজ। পরের ওয়ানডে ম্যাচে ৬ ওভারে মাত্র ১০ রান দিয়ে এক উইকেট নিয়ে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠেন তিনি। অস্ট্রেলিয়ার পেসার জস হ্যাজলউডকে নামিয়ে দেন দুইয়ে। সিরিজ শেষে ওই পজিশন ধরে রেখেছেন সিরাজ।  ভারতের ডানহাতি এই পেসার ২১ ওয়ানডে খেলে ৩৮ উইকেট নিয়েছেন। ভারতের টেস্ট দলেরও নিয়মিত সদস্য তিনি। ১৫ টেস্টে নিয়েছেন ৪৬ উইকেট। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সেরা দশ বোলারের মধ্যে দু’জন বাংলাদেশের। একজন সাকিব আল হাসান (৭), অন্যজন মুস্তাফিজুর রহমান (৯)। এছাড়া ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাবর আজম আগের মতোই শীর্ষে আছেন। নিউজিল্যান্ড সিরিজের আগে সেরা দশের বাইরে থাকা শুভমন গিল উঠেছেন ছয়ে। কিউইদের বিপক্ষে একটি ডাবল সেঞ্চুরি ও একটি শতরানের ইনিংস খেলেছেন তিনি। তারও ক্যারিয়ার মাত্র ২১ ওয়ানডের। এর মধ্যেই চারটি সেঞ্চুরি, একটি ডাবল সেঞ্চুরি ও পাঁচটি বড় বড় ফিফটি তার নামের পাশ। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে বিরাট কোহলি চারে উঠেছিলেন। কিউইদের বিপক্ষে সিরিজ শেষে ছয়ে নেমে গেছেন তিনি। রোহিত শর্মা সেরা দলে ছিলেন। শেষ ম্যাচে সেঞ্চুরি করে এক ধাপ ওপরে উঠেছেন ভারতীয় অধিনায়ক। ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সাকিব আল হাসান শীর্ষস্থান ধরে রেখেছেন।