আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ২৩ মে শুরু হচ্ছে ‘লিডার’

২৩ মে শুরু হচ্ছে ‘লিডার’


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১৬, ২০২১ , ১:১৮ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :   ঈদের আমেজ কাটিয়ে কিছুদিনের মধ্যেই শুটিংয়ে ফিরতে চলেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি শাকিব খান ও শবনম বুবলী। জানা যায়, আগামী ২৩ মে রাজধানী ঢাকাতেই শুরু হতে যাচ্ছে ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত এ ছবিটি পরিচালনা করবেন তপু।

শবনম বুবলী বলেন, ‘একজন শিল্পী যেরকম গল্পে কাজ করার জন্য মুখিয়ে থাকে ঠিক সেরকমই একটি গল্প ‘লিডার: আমিই বাংলাদেশ’র। এরইমধ্যে ফটোশুটে অংশ নিয়েছি, টিমের সবার সঙ্গে পরিচিত হয়েছি। পরিচালকের সঙ্গে সার্বক্ষণিক ছবিটির নানা দিক নিয়ে আলাপ করছি। দারুণ স্পিরিট নিয়ে কাজটি এগিয়ে নিচ্ছেন সবাই। অন্য রকম একটি গল্পের অংশ হতে পারব ভেবে ভালো লাগছে।’

নায়িকার কাছে ঈদের আমেজ এখনও রয়েছে। ঈদ প্রসঙ্গে তিনি বলেন, ‘পরিবারের সবার সঙ্গেই ঈদ কেটেছে। আমার যেমন ভালো কেটেছে, তেমনি সার্বিক পরিস্থিতির কথা ভেবে মনটা খারাপ হয়েছিল। মহামারির এই বিপর্যয়ের পরও তো জীবন চালিয়ে নিতে হয়। আমারও তেমনটা ভেবেই দিন পার করতে হচ্ছে। সবাইকে যার যার অবস্থান থেকে, সতর্কতা অবলম্বন করে, সুরক্ষার কথা মাথায় রেখে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে হচ্ছে।’