আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় ২৫০ জনকে স্থায়ী নিয়োগের রায় বহাল

২৫০ জনকে স্থায়ী নিয়োগের রায় বহাল


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ৫:৫৩ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


bimaকাগজ অনলাইন প্রতিবেদক: সাধারণ বীমা করপোরেশনের ২৫০ জন কর্মচারীকে স্থায়ী নিয়োগ দেওয়ার আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট।

বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি জাফর আহমদের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে কর্মচারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফারুক আলমগীর চৌধুরী ও সুলতানা ফৌজি আসলাম।

রোববার আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী আদালতের রায়ের বিষয়টি সাংবাদিকদের জানান।

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালে ঢাকার শ্রম আদালতে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া নুরুন নাহা ও এম এম আলমসহ ২৫০ জন স্থায়ী নিয়োগের দাবিতে মামলা করেন।

২০০৬ সালের শ্রম আইনের ২১৩ ধারা অনুযায়ী এ মামলা করা হয়। মামলার শুনানি নিয়ে ২০১৪ সালের ৪ মে শ্রম আদালত এই কর্মচারীদের স্থায়ীভাবে নিয়োগ দেওয়ার নির্দেশ দেন।

শ্রম আদালতের এই রায়ের বিরুদ্ধে সাধারণ বীমা কর্তৃপক্ষ শ্রম আপিল আদালতে আবেদন করেন।

২০১৫ সালের ২৭ জানুয়ারি শ্রম আপিল আদালত কর্মচারীদের স্থায়ীভাবে নিয়োগ দেওয়ার আদেশ বহাল রাখেন।

আবারও সাধারণ বীমা করপোরেশন শ্রম আপিল আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন। সেই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট ২৫০ কর্মচারীকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়ার নির্দেশ বহাল রাখেন।