আজকের দিন তারিখ ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অন্যান্য, অর্থ ও বাণিজ্য ২৬ হাজার কোটি টাকার নতুন নোট

২৬ হাজার কোটি টাকার নতুন নোট


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৯, ২০১৬ , ৮:২৬ অপরাহ্ণ | বিভাগ: অন্যান্য,অর্থ ও বাণিজ্য


takaকাগজ অনলাইন প্রতিবেদক: চলতি বছরের রমজানের ঈদে ২৬ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়ার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নোট বদলানোর সুবিধার্থে ঢাকাসহ সারা দেশে এবারও খোলা হচ্ছে বিশেষ কাউন্টার।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের মতিঝিলিসহ বিভিন্ন শাখা অফিস এবং রাজধানীর ২০টি শাখায় খোলা বিশেষ কাউন্টার থেকে নোট বদলে নিতে পারবেন সাধারণ মানুষ। এসব শাখা থেকে একজন ব্যক্তি ২, ৫, ১০, ২০, ৫০ টাকার একটি করে বান্ডিলের প্যাকেটে মোট ৮ হাজার ৭০০ টাকার নতুন নোট নিতে পারবেন।

কেউ চাইলে ১, ২ ও ৫ টাকার কয়েন নিতে পারবেন। এ ছাড়া ১০০, ৫০০ ও ১০০০ টাকার নতুন নোটও নেওয়া যাবে।

প্রাপ্ত তথ্য মতে, নতুন নোট বদলানোর সুবিধার্থে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে তিনটি বিশেষ কাউন্টার খোলার সিদ্ধান্ত হয়েছে। ঢাকার বাইরে বগুড়া এবং সব বিভাগীয় শহরে অবস্থিত কেন্দ্রীয় ব্যাংকের শাখা অফিসে বিশেষ কাউন্টার খোলা হবে। এসব শহরের নির্দিষ্ট বাণিজ্যিক ব্যাংকেও একই রকম ব্যবস্থা থাকবে।

এ ছাড়া রাজধানীর ১৯টি বাণিজ্যিক ব্যাংকের ২০টি শাখায় বিশেষ কাউন্টার খুলে নতুন নোট বদলে নেওয়া হবে। শাখাগুলো হলো- সোনালী ব্যাংকের রমনা, জনতা ব্যাংকের আবদুল গনি রোড, অগ্রণী ব্যাংকের এলিফ্যান্ট রোড, রূপালী ব্যাংকের মহাখালী, প্রাইম ব্যাংকের মালিবাগ ও মিরপুর, পূবালী ব্যাংকের সদরঘাট, ন্যাশনাল ব্যাংকের যাত্রাবাড়ী, ইসলামী ব্যাংকের শ্যামলী, মার্কেন্টাইল ব্যাংকের বনানী, সাউথইস্ট ব্যাংকের কারওয়ান বাজার, এসআইবিএলের বসুন্ধরা সিটি মার্কেট, উত্তরা ব্যাংকের চকবাজার, ওয়ান ব্যাংকের বাসাবো, আইএফআইসি ব্যাংকের গুলশান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর, ব্যাংক এশিয়ার ধানমণ্ডি, ঢাকা ব্যাংকের উত্তরা এবং ডাচ-বাংলা ব্যাংকের দক্ষিণখানের এসএমই অ্যান্ড কৃষি শাখা।