আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় ২৯ মাদকসেবী-জুয়াড়িকে বিভিন্ন মেয়াদে দণ্ড

২৯ মাদকসেবী-জুয়াড়িকে বিভিন্ন মেয়াদে দণ্ড


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ৩:৪৯ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


Courtকাগজ অনলাইন প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবন ও জুয়া খেলার অপরাধে ২৯ জনকে ‍আটক করে বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৪ জুন) সকাল ৬টা থেকে রোববার (৫ জুন) সকাল ৬টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর উত্তরা (পূর্ব), শিল্পাঞ্চল, মিরপুর, খিলক্ষেত, কলাবাগান, হাজারীবাগ, খিলগাঁও, মতিঝিল, ওয়ারী, বিমানবন্দর, দক্ষিণখান ও উত্তরখান থানা এলাকায় অভিযান চালিয়ে এ ২৯ জনকে আটক করা হয়। পরে মাদক সেবন ও জুয়া খেলার অপরাধে তাদের বিভিন্ন মেয়াদে দণ্ড দেন আদালত।

তিনি আরও জানান, ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান ও ফরহাদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।