আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ৩ দিন আগে ক্ষমা চেয়ে অভিনেত্রীর আত্মহত্যা

৩ দিন আগে ক্ষমা চেয়ে অভিনেত্রীর আত্মহত্যা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১, ২০২১ , ১০:৩৫ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : অভিনেতা-অভিনেত্রীদের আত্মহত্যার খবর নতুন নয়। এমন খবরের শিরোনাম প্রায়ই দেখা যায়। বেশিরভাগ আত্মহত্যার কারণ অবসাদ। সেই একই কারণে গলায় ফাঁস লাগিয়ে প্রাণ দিলেন কন্নড় টেলিভিশন অভিনেত্রী সৌজন্য।

মাত্র ২৫ বছর বয়সে বেঙ্গালুরুর দক্ষিণের জেলা কুম্বলগোডুর এক আবাসনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। আত্মহত্যার ঠিক ৩ দিন আগে পরিবারের কাছে ক্ষমা চেয়ে সুইসাইড নোট লিখে যান এই অভিনেত্রী। যার ডান পাশে ২৭/০৯/২০২১ তারিখ লেখা ছিলো। যেটি ইংরেজি এবং কন্নড় ভাষায় লেখা।

সুইসাইড নোট থেকে জানা যায়, আত্মহত্যা করার জন্য মায়ের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। মানসিক অবসাদে ভোগার কারণেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি। এ ঘটনায় মামলা হয়েছে। এরইমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। কি করাণে এবং কার জন্য তার এই পরিণতি সে বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ।