৪ মে থেকে নোয়াখালীর আমাউমেক-এ শুরু হবে করোনা পরীক্ষা
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২, ২০২০ , ১০:৪৭ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ
দিনের শেষে প্রতিবেদক : দীর্ঘ অপেক্ষার পর নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে (আমাউমেক) শুরু হতে যাচ্ছে কোভিড-১৯ ভাইরাস পরীক্ষা। আগামী ৪ মে থেকে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে। ইতোমধ্যে কর্তৃপক্ষকে পরীক্ষার জন্যে এক প্যাকেট (২৪টি) টেস্ট কীটও সরবরাহ করা হয়েছে। যা মেশিন রান করার জন্য ব্যবহার করা হবে। এ প্রতিনিধির সঙ্গে আব্দুল মালেক উকিল মেডিকেলের অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুছ ছালামের ফোনে কথা হলে তিনি জানান আমরা আশাবাদী আগামী ৪ মে থেকে করোনা পরীক্ষার শুরু করতে পারব। তিনি আরো জানান, হাসপাতালটি করোনা রোগীদের সেবার জন্য প্রস্তুত করতে গত ৫ দিন ধরে ১০০ জন লোক নিরলসভাবে কাজ করছে। এখন আমরা সম্পূর্ণ প্রস্তুত।